একজন ছেলে

0 Comments

শেক্সপিয়র বলেছিলেন, "

একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্ক্ষা আছে। " একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde " নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পক থাকা অসম্ভব। যা থাকতে পারে তা হলো আকাঙ্ক্ষা দুর্বলতা ঘৃণা কিংবা ভালোবাসা। বন্ধুত্বের সর্ম্পক নিয়ে ঢোকা একটা ভণ্ডামী! শুধুই সুযোগের অপেক্ষা। সবশেষে পরিনতি পরকিয়া! হুমায়ুন আহমেদ বলেছিলেন, ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে। হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে। কিংবা খুবই দেরিতে আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই। শুধুই সুযোগের অপেক্ষা। সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ। কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না ; আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয় তো ধোঁকা দিচ্ছে! আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে, কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সর্ম্পক রুপ নিবেই। শুধুই সুযোগের অপেক্ষা। আর এটাই স্বাভাবিক! তবে তাদের একই মন্তব্য গুলোকে জোরালো ভাবে সমথর্ন দিচ্ছে Flirtationship যার অর্থ কড়া ভাষায় বলতে গেলে নোংরামি করা! বার বার পড়ছেন আবারো পড়েন তাহলে পরিস্কারটা বুজঝতে পারবেন। মন্তব্যসমূহ একটি মন্তব্য পোস্ট করুন



You may also like

Search This Blog

প্রযুক্তি ডটনেট. Powered by Blogger.

About

আপনারা সকলে ৫ ওয়াক্ত নামাজ পড়ুন এবং অন্যকেও ৫ ওয়াক্ত নামাজ পরার পরামর্শ দিন।

স্বল্প পরিচয়ে কাউকে সম্পুর্ন বিশ্বাস করবেন না, তাতে আপনার ক্ষতিটাই বেশি হবে।

কোড ২

  .code { background:#f5f8fa; background-repeat:no-repeat; border: solid #5C7B90; border-width: 1px 1px 1px 20px; color: #000000; font: 13p...

d

কারও আশাকে নষ্ট করবেন না, হয়তো এই আশাই তার শেষ সম্বল।

3.txt Displaying 3.txt.